নরসিংদীর গাউছে হক দরবার শরীফে হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার বিকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এই কর্মসূচী পালন করা হয়।
গাউছে হকের আখাউড়া শাখার ভক্ত আশেকানদের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রেদুয়ান রেজা, মাওলানা খতিব মাসুদ মোল্লা মুজাহিদী, উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল ফারুক বকুল, আখাউড়া বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক শাহাবউদ্দিন আহমেদ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান সানি, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া প্রমূখ।
বক্তারা সম্প্রতি নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দরবার শরীফ, মাজার শরীফে হামলা লুটপাট ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই ধরণের হামলা বন্ধের জোর দাবি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com