ব্রেকিং

x

সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯:২৩ অপরাহ্ণ

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়

খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করে অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, খেলাধুলার প্রতি আমাদের ছেলেমেয়েদের আরও বেশি অনুরাগী করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিস কাজ করে আসছে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়। দেশপ্রেম শেখায়, আনুগত্য শেখায় এবং একই সঙ্গে দেশেপ্রেমে উদ্বুদ্ধ করে।


আজ ২৪ নভেম্বর রবিবার দুপুরে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ (বডিং মাঠ) পুকুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খেলাধূলার মান উন্নয়নে এবং নিয়মিত পরিচর্চার জন্য তৃর্ণমুল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১২ থেকে ১৪ বছর বয়সী বালক ও বালিকাদের সাতাঁর প্রতিযোগিাতায় পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে তিনি আরো বলেন, নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনিসুল হক রিপন।

৫০ মিটার মুক্ত সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার, ৫০ মিটার বুক সাঁতার, ৫০ মিটার প্রজাপতি সাঁতার, এবং রীলে সাঁতার এবং ১০০ মিটার মুক্ত সাঁতার, ১০০ মিটার চিৎ সাঁতার, ১০০ মিটার বুক সাঁতার, ১০০ মিটার প্রজাপতি সাঁতার, এবং রীলে সাঁতার এর প্রতিযোগিতা জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১৫ বিদ্যালয় অংশ গ্রহণ করেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেন দেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!