ব্রেকিং

x

কসবা সীমান্ত হাটে দোকান বন্ধের ঘোষণা দিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮ | ৮:১০ অপরাহ্ণ

কসবা সীমান্ত হাটে দোকান বন্ধের ঘোষণা দিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

কসবা তারাপুর-কমলা সাগর সীমান্ত হাটে ভারতের ক্রেতা প্রবেশ করতে না দেওয়ায় বাংলাদেশী দোকানীরা অনিদিষ্ট কালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার বিকালে কসবা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বাংলাদেশী ২৫ দোকানী ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা হারুন লিখিত বক্তব্যে বলেন, উক্ত সীমান্ত হাটে বিপুল পরিমান ক্রেতা বা ভারতীয় নাগরিকদেরকে প্রবেশ করতে না দেওয়ার ফলে বাংলাদেশী দোকানীরা লাভের মুখ দেখছে না। যদি এই ব্যবস্থা সমাধান না করা পর্যন্ত বাংলাদেশী দোকানীরা আগামী রবিবার থেকে সকল দোকান পাট অনিদিষ্ট কালের জন্য বন্ধর ঘোষণা দেন।
বাংলাদেশ তারাপুর কমলা সাগর সীমান্ত হাটের ব্যবসায়ী সংগঠনের সভাপতি বাছির মিয়াসহ সভাপতি সিদ্দিকুর রহমান, সেবক দাস, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পূর্বে ২৫ দোকানী স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!