ব্রেকিং

x

কসবায় মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা

মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | ১২:৪০ পূর্বাহ্ণ

কসবায় মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা

আজ সোমবার কসবায় বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী মতবিনিময় সভা করেছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো: জোবায়ের হাসনাত।


দুপুরে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবি ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ৬০ ব্যাটালিয়ন কর্মকর্তা মো: জাহিদুর রহমান, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মালেক, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালী, পৌর কাউন্সিলর আবু জাহের, অধ্যক্ষ তলিম মিয়া, মো: হেলাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন প্রমুখ।


মতবিনিময় সভায় প্রধান অতিথি সেক্টর কমান্ডার কর্ণেল মো: জোবায়ের হাসনাত মাদকসহ সীমান্ত চোরাচালান প্রতিরোধে এলাকার সকলের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবির পক্ষ থেকে দুইজন দুস্থ মহিলাকে সেলাই মেশিন ও একজন হতদরিদ্রকে একটি ভ্যানগাড়ি প্রদান করা হয়। পরে জনসচেতনতামূলক মাদক বিরোধী দলীয় সংগীত পরিবেশন করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!