ব্রেকিং

x

কসবায় মাদক,জঙ্গি ও বাল্য বিবাহ মুক্ত করতে মতবিনিময়

সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ১০:০২ পূর্বাহ্ণ

কসবায় মাদক,জঙ্গি ও বাল্য বিবাহ মুক্ত করতে মতবিনিময়

কসবায় পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থাদের্থীদেরকে নিয়ে মাদক,জঙ্গি ও বাল্য বিবাহ মুক্ত করতে সকলকে সচেতন করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত রোববার দুপুরে পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সহকারী শিক্ষক রুমি আক্তার, সহকারী শিক্ষক মো:আব্দুল বাতেন, আসমা আক্তার, রায়হানা আক্তার ও শিক্ষার্থী শারমিন আক্তার প্রমুখ। বক্তারা একযুগে মাদক,জঙ্গি ও বাল্যবিবাহকে না বলে এই তিনটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বর থেকে মাদক,জঙ্গি ও বাল্যবিবাহ না বলুন একটি র‌্যালী বের করা হয়



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!