ব্রেকিং

x

কসবায় বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রবিবার, ২৪ জুন ২০১৮ | ৩:১৩ অপরাহ্ণ

কসবায় বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আজ রোববার কসবা উপজেলার মান্দাপুর গ্রামে ছাদিয়া আক্তার সুবর্ণা (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম।


সুবর্ণা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ও মান্দাপুর গ্রামের জামাল মিয়ার মেয়ে।


জানাগেছে, পারিবারিক ভাবে অপ্রাপ্ত বয়স্ক সুবর্ণার সাথে আজ রোববার উপজেলার চন্দ্রপুর গ্রামের মরহুম সহিদ মিয়ার পুত্র সিঙ্গাপুর প্রবাসী মাঈন উদ্দিনের বিবাহের দিন ধার্য্য হয়। বাল্য বিবাহের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামকে বাল্য বিবাহের বিষয়টি জানালে তাৎক্ষনিক কসবা থানা পুলিশকে তিনি বিষয়টি জানিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

কসবা থানার ওসি তদন্ত মৃনাল দেবনাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বাল্য বিবাহ বন্ধ করেন। সকলকে বাল্য বিবাহ থেকে বিরত থাকার অনুরোধ করেন। কেউ বাল্য বিবাহ দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেয়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!