ব্রেকিং

x

কসবার কৃতি সন্তান গীতিকার আরজুর ৫১টি গানের কাজ চলছে

রবিবার, ০১ জুলাই ২০১৮ | ৮:০৬ অপরাহ্ণ

কসবার কৃতি সন্তান গীতিকার আরজুর ৫১টি গানের কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর সভার কৃতি সন্তান অতিথি আরজু। ছোট বেলা থেকে ডান পিঠে ছিলেন। ঐতিয্যবাহি রাজা বীর বিক্রম চানিক্য বাহাদুরের স্থাপিত কল্যাণ সাগর পাড়েই তার জন্ম । ছোট বেলা থেকে বেড়ে উঠার শুরু থেকেই সঙ্গীতের প্রতি তাঁর সাধনা ছিল। তবে তিনি শিল্পী না হয়ে সৃষ্টিতে বিশ্বাসী ছিলেন। তাই তিনি বহু গান রচনা করে বাংলাদেশে বাংলা গানের জগতে বেশ আলোচিত । সুরকার ও গীতিকার হিসেবে পরিচিতি,জনপ্রিয়তা ও সমাদৃতি ইতোমধ্যেই মুঠোবদ্ধ করেছেন হালের আলোচিত তরুণ ও মেধাবী এ গীতিকার। তার কথায় দেশের সনামধন্য বেশ ক‘জন সঙ্গীত শিল্পী গেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দিলরুবা খান,ফকির শাহাব উদ্দিন,সাজুসহ অনেকেই। তার লেখা ‘ধর নামাজ পড় কোরআন’,মায়ের লাশের বোঁঝা’,তুমি এমন একটি ভালোবাসা ও মনের পোষা পাখি সহ বেশ কিছু গান এখন মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠেছে। অতিথি আরজু
সম্মিলিত পরিকল্পনায় নেমেছেন ৫১টি গানের প্রজেক্টে। এখানে কাজ করবেন জনপ্রিয়, বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শুদ্ধ গানের গীতিকার,সুরকার,সঙ্গীত শিল্পী ও কলাকুশলীগণ। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীকে অতিথি আরজু জানান; সবার ভালোবাসায় গানের ভূবনে পথ চলছি,চেষ্টা করছি ভাল কিছু গান উপহার দিতে। শ্রোতাদের ভালোবাসায় আমার আজকের এ পরিচিতি। তাদের ভিন্ন স্বাদের কিছু গান দেওয়ার মানসেই এই ৫১টি গানের প্রচেষ্টা। এখানে সুফী,ফোক,আধুনিক ও দেশাতœবোধক গান থাকছে। এ প্রজেক্টের ৭টি গানের কাজ ইতোমধ্যে
সম্পন্ন হয়েছে। তাই সঙ্গে থাকুন অতিথি আরজুকে ভালোবাসুন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!