ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছে বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৬০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কসবা থানার আশাবাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের অভ্যন্তরে নাসির মিয়া (৩৩) ও তার স্ত্রী চম্পা চিত্রকর (২৫) তাদের সন্তান মো: তামিম (৬) নামে তিনজন ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তাদের বাড়ি ভারতের পশ্চিবঙ্গের মেদেনিপুর এলাকার পিংলা নয়াগ্রামে।
বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর আটককৃত নাসির মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের তোতা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে খালাতো বোনের বিয়েতে এসেছিল। পাসপোর্ট ভিসাবিহীন অবৈধ ভাবে তারা চলে আসে সীমান্তের অবৈধ পথে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কসবা থানায় সোর্পদ করে মামলার প্রস্তুতি চলছিল।
এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশে সহযোগীতা করার অপরাধে বিপ্লব চক্রবর্তী (৩৫) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে ৬০ বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুরে কসবার হাফপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এই মানব পাচারকারীকে আটক করা হয়। আটককৃত বিপ্লব চক্রবর্তী কুমিল্লা বরুড়া উপজেলার রনাইতলা গ্রামের মতিলাল চক্রবর্তীর ছেলে। তাকেও কসবা থানায় সোর্পদ করা হয়েছে। চলছে মামলার প্রস্তুতি।
৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষা ও অপরাধ দমনে ৬০ বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছে। অব্যহত থাকবে সীমান্ত অপরাধ বিরোধী এই অভিযান
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com