ব্রেকিং

x

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেছেন

করোনা আক্রান্ত মানুষ অপরাধী নয়, ভালোবাসা ও মানবতার হাত বাড়িয়ে দিন

শুক্রবার, ১২ জুন ২০২০ | ১০:৩১ পূর্বাহ্ণ

করোনা আক্রান্ত মানুষ অপরাধী নয়,  ভালোবাসা ও মানবতার হাত বাড়িয়ে দিন
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেছেন, করোনা আক্রান্ত মানুষ অপরাধী নয়, আক্রান্ত ব্যক্তি দুর্যোগ ও পরিস্থিতির শিকার মাত্র। তাকে ঘৃনা করা যাবে না। তার প্রতি ভালোবাসা, মানবতা ও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।


গতকাল বৃহস্প্রতিবার উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: একজন মানবিক ইউএনও তাহমিনা আক্তার রেইনা

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা আরো জানান, প্রতিবেশী করোনা আক্রান্ত  হলে  তার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে সহযোগীতা করুন, তাদের সাথে যোগাযোগ রাখুন। হেয়প্রতিপন্ন, প্রতিবন্ধকতা তৈরী করবেন না। কটুক্তি, বয়কট করার চেষ্টা করবেন না। সমস্ত অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকুন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!