ব্রেকিং

x

এইচএসসির ফলাফল। ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ইউনাইটেড কলেজ

বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৯:১৪ অপরাহ্ণ

এইচএসসির ফলাফল। ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ইউনাইটেড কলেজ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজে পাসের হার ৮১ দশমিক ৫২ শতাংশ।


আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ফলাফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ দ্বিতীয় বারের মতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেন। এ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৭৫জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ৩১জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৯জন শিক্ষার্থী।   মানবিক বিভাগ থেকে ৪৬জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩২জন শিক্ষার্থী । ব্যবসায় শিক্ষা  বিভাগ থেকে ১৬জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৪জন শিক্ষার্থী। কলেজে পাশের হার ৮১ দশমিক ৫২শতাংশ। তবে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। গত বছর এ কলেজে পাশের হার শতভাগ ছিল।
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার কলেজের এই ফলাফলের জন্য জেলার সকল স্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের শিক্ষক ও কর্মরত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে কলেজের এই ফলাফল অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সারকারখান কলেজ  থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০৭ জন শিক্ষার্থী। পাশ করেছে ১৬৭জন শিক্ষার্থী। পাশের হার ৮০ দশমিক ৬৪শতাংশ। একলেজে জিপিএ ৫ পেয়েছেন ৪জন শিক্ষার্থী।
জেলায় পাশের হারে তৃতীয় স্থানে থাকলে জিপিএ-৫ জেলায় এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এবছর একলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক হাজার ৬৫২ জন শিক্ষার্থী। পাশ করেছে এক হাজার ২৯৭জন শিক্ষার্থী। পাশের হার ৭৮ দশমিক ৫১ শতাংশ। একলেজে জিপিএ ৫ পেয়েছেন ৩৭জন শিক্ষার্থী।
পাশের হারে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ। এবার একলেজ  থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৬৬ জন শিক্ষার্থী। পাশ করেছে ১২৯জন শিক্ষার্থী। পাশের হার ৭৭ দশমিক ৭১শতাংশ। একলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। পঞ্চম স্থানে রয়েছে সদর উপজেলার চিরনাঈর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স
কলেজ। এবছর একলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ২০৮জন শিক্ষার্থী অংশ
নিয়েছে। পাশ করেছে ১৫৯ শিক্ষার্থী। পাশের হার ৭৬দশমিক ৪৪শতাংশ। তবে কেউ
জিপিএ-৫ পায়নি।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম কলেজেথেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৯১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পাশ করেছে ৫১৮ শিক্ষার্থী। পাশের হার ৭৪দশমিক ৬৭শতাংশ। কেউ জিপিএ-৫ পাননি। তবে এ কলেজের বিএম (কারিগরি) শাখা থেকে ১৩০জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পাশ করেছে ১২৪জন শিক্ষার্থী। পাশের হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ। এ কলেজের বিএম শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬ শিক্ষার্থী।
সরাইল উপজেলার সরাইল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৪৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। পাশ করেছে ৪৪২ শিক্ষার্থী। পাশের হার ৭৯দশমিক ৮৬শতাংশ। তবে কেউ জিপিএ-৫ পায়নি। কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম  কলেজ  থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। পাশ করেছে ৩৩৭ জন শিক্ষার্থী। পাশের হার ৬৮দশমিক ৫০ শতাংশ। তবে কেউ জিপিএ-৫ পায়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ  থেকে এবারের এইচএসসি পরীক্ষায় এক হাজার ২৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। পাশ করেছে ৭৯৬ জন শিক্ষার্থী। পাশের হার ৬২ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুইজন শিক্ষার্থী। দুটি জিপিএ-৫ ই মানবিক শাখা থেকে এসেছে।


ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার কলেজের এই ফলাফলের জন্য জেলার সকল স্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের শিক্ষক ও কর্মরত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে কলেজের এই ফলাফল অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!