হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আশুগঞ্জে জামিয়া ইসলামিয়া দারুল উুলুম মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেলগেইট থেকে মিছিলটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মৌলানা আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলানা শোয়েব আহমেদ, মৌলানা সাইফুল ইসলাম, মৌলানা আরমান হোসাইন, মৌলানা মাহামুদুল হাসান, মৌলানা ফাহিম আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে অচিরেই নিষিদ্ধ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এদেশের ছাত্র-জনতা। তাই অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের আবেদন যেন দ্রুত এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com