নিজস্ব প্রতিবেদক
আজ ২৭ নভেম্বর বুধবার ৪২তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন এবং আন্দোলনের চূড়ান্ত পর্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ এর ডাকা স্বতঃস্ফুর্ত হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ছাত্র জনতার অবরোধে বাধাদানকারী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শাহাদাৎ বরণকারী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ওবায়দুর রউফ পলু দিবস।
বিগত ১৯৮৩ সালে বেশ কয়েক মাসব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় সকল রাজনৈতিক সংগঠণের সমন্বিত ও সামাজিক সাংস্কৃতিক সংগঠণের সমর্থিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশ ব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এ জেলা আন্দোলন সংঘটিত হয়।
এ আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় সর্বস্তরের জনতার জনমত এবং ওবায়দুর রউফ পলুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ব্রাহ্মণবাড়িয়াসহ তৎকালীন ৪৫টি মহকুমাকে জেলায় ঘোষণা দেন। যার প্রেক্ষিতে আগের ১৯টি জেলাসহ বাংলাদেশে মোট জেলার সংখ্যা ৬৪টিতে রূপান্তরিত হয়।
যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও পলু’র স্মৃতির ধারক বাহক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আগামীকাল ২৭ নভেম্বর দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ফজর নামাজের পর সকল মসজিদে পলু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, সকাল ৮টায় জেলা উন্নয়ন পরিষদ নেতাকর্মীদের কালব্যাজ ধারণ ও শহরতলীর শেরপুর কবরস্থানে উবায়দুর রউফ পলু’র কবর জিয়ারত, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত, পরে শহীদ পলু’র পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এতে সভাপতিত্ব করবেন জেলা উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আহসান উল্লাহ হাসান।
সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত অপু এবং সাধারণ সম্পাদক মোঃ আলী মাউন পিয়াস সকলকে উক্ত কর্মসূচিতে যোগদান করে গৃহীত কর্মসূচি সফল করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com