দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নজরদারী বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জোরদার করা হয়েছে সীমান্তের টহল ব্যবস্থা। আজ রোববার সকাল ১১টার দিকে আখাউড়া উপজেলার বাউতলা সীমান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ঠজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির আখাউড়া বিওপি কমান্ডার নুরুল আমিন জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আখাউড়া সীমান্তপথে ভারতীয় বিএসএফের পুশইন ইস্যু ছাড়াও অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধসহ যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বিজিবি সদস্যরা।
তিনি জানান, আখাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি মহিউদ্দিন মিশু ও স্থানীয় বিজিবি কর্মকর্তা কামরুজ্জামানসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সীমান্ত গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com