ব্রেকিং

x

আখাউড়া রানীখারে আগুনে ভষ্মিভুত ৫ বসতঘর। ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ১০:২৫ পূর্বাহ্ণ

আখাউড়া রানীখারে আগুনে ভষ্মিভুত ৫ বসতঘর। ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া রাণীখার গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  কয়েকটি অসহায় পরিবারের ৫টি বসত ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


খবর নিয়ে জানাগেছে,আখাউড়া রাণীখার গ্রামের অসহায় গরিব মোতালিব মিয়ার পরিবারের মহিলারা বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিল। পাশে ছিল বৈদ্যুতিক তার। আগুনের তাপে তারের প্লাষ্টি গলে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের উত্তাপ আরো বেড়ে যায়। এক পর্যায়ে পর পর ৫টি ঘর আগুনে পুড়ে মুর্হুতে ভষ্মিভুত হয়ে যায়।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। গ্রামের শত শত লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হলেও আগুন নিয়ন্ত্রণের আগেই গ্রামের মোহন মিয়া (৫৫), আবুল কালাম (৪২), কাজল মিয়া (২৮), মনির হোসেন (২৭)সহ মোতালিব মিয়ার ৫ পুত্রের  ৫ বসত ঘর পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। নগদ টাকা ও  গরুসহ ঘরের সব মালালাল পুড়ে ধ্বংস হয়ে যায় তাদের। এতে তাদের ৫ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস হয়েগেছে বলে তারা জানিয়েছেন।

এদিকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরির্দশন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, ক্ষতিগ্রস্থদেরকে সরকারী ভাবে সহযোগীতা করা হবে। আইনমন্ত্রীমহোদয়ের নির্দেশে ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের জন্য ৫ বান্ডেল টিন দেয়া হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!