ব্রেকিং

x

আখাউড়া পৌরসভার কর্মপরিকল্পনা প্রণয়নে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন মেয়র

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১ | ৯:০৪ অপরাহ্ণ

আখাউড়া পৌরসভার কর্মপরিকল্পনা প্রণয়নে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন মেয়র

পৌরসভার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নত সেবা দিতে কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল আজ মঙ্গলবার দুপুরে মত বিনিময় করেন। পৌর কার্যালয়ে আয়োজিত  মতবিনিময় সভায় মেয়র গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকরা পৌরসভার উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।


মেয়র তার লিখিত বক্তব্যে জানান, গত পাঁচ বছরে পৌরসভায় ১৭ কোটি ৮১ লাখ ৬৭ হাজার টাকার উন্নয়ন হয়েছে। এর মধ্যে ৩৩৯টি প্রকল্প রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ১০০ কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
মত বিনিময় সভায় আখাউড়া প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়া, সাংবাদিক আব্দুল মমিন বাবুল, রফিকুল ইসলাম, মো. নুরুন্নবী ভূঁইয়া, বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, কাজী হান্নান খাদেম, নাছির উদ্দিন, মো: সাইফুল ইসলাম, বাদল আহাম্মদ খান, মুহাম্মদ রাকিবুল ইসলাম, ময়নাল হক ভুইয়া, জালাল হোসেন মামুন, জহিরুল ইসলাম সাগর, আশীষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।


মত বিনিময় কালে সাংবাদিকরা পৌরসভার উন্নয়নে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেন। মেয়র জানান, তার আমলে আখাউড়া পৌরসভা তৃতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। সাংবাদিকদের পরামর্শগুলো তিনি বাস্তবায়নে চেষ্টা করবেন বলে জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!