আখাউড়া বাইপাস সড়কে সিএনজি চালিক অটোরিক্সা দুর্ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাসহ ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুত্বর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানাগেছে রোববার দিবাগত গভীর রাতে আখাউড়া থানার এস আই সুরুজের নেতৃত্বে পুলিশের একটি টহলপাঠি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে আখাউড়া বাইপাস সড়কে টহল দিচ্ছিল। রাত অনুমান ৩টায় দ্রুত চলন্ত অবস্থায় হঠাৎ অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। ধুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি। এই দুর্ঘটনায় আহত হয় আখাউড়া থানার পুলিশ কর্মকর্তা এসআই সরুজ, পুলিশ সদস্য মেজবাহ উদ্দিন ও হাতিম মিয়া নামে তিন জন। গুরুত্বর আহত মেজবাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। কনস্টেবল মেজবাহ গুরুত্বর আহত হয়েছেন বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com