ব্রেকিং

x

আখাউড়ায় ৮ কোটি টাকা মূল্যের সরকারী বাজার ভুমি উদ্ধার

রবিবার, ১৮ মে ২০২৫ | ৭:৫২ অপরাহ্ণ

আখাউড়ায় ৮ কোটি টাকা মূল্যের সরকারী বাজার ভুমি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পতিত আওয়ামী লীগ সরকার আমলে দখলকৃত প্রায় ৮ কোটি টাকা মূল্যের সরকারী বাজার ভুমি উদ্ধার হয়েছে। রোববার দুপুরে আখাউড়া পৌরসভার বড় বাজারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে পাঁচ অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে। উপজেলা সহকারী কমিশনা ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।


উপজেলা প্রশাসন জানায়, রোববার দুপুর ২টার দিকে পৌরসভার বড় বাজারে বেদখলকৃত সরকারী খাস খতিয়ানের প্রায় ৮ শতক ভুমি উদ্ধার করা হয়েছে। আবন মেম্বার, মো: সোহেল, মো: ইয়াছিন ভুইয়া, মো: আক্তার খান ও সেন্টু মোল্লা নামে পাঁচ অবৈধ দখলদার অনেক দিন ধরে দোকান নির্মান করে ব্যবসা পরিচালনা করছিল। ভেকু দিয়ে এসব দোকান গুড়িয়ে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, পৌরসভার সহকারি প্রকৌশলী তানভীর আহমেদ, উপ- সহকারি প্রকৌশলী ফয়সাল আহমেদ।
স্থানীয়রা জানায়, এখানে প্রতি শতক ভুমির মূল্য কোটি টাকা। আওয়ামী লীগ সরকার আমলে এই বাজার ভুমি জবরদখল করে অবৈধ দোকান গড়ে তুলা হয় বলেও তারা জানান।
অবৈধ দখলদার আবন মেম্বার জানায়, গত ১৫ বছর ধরে দোকান নির্মান করে তারা এখানে ব্যবসা করছে। সাবেক মেয়রের আমলে পৌরসভার ইজারাদার তাদের নিকট প্রতিদিন টাকা নিয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, সরকারি খাস ১ নং খতিয়ানের প্রায় আট শতক দোকান ভুমি উদ্ধার করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!