ব্রেকিং

x

আখাউড়ায় ৭৪০ মে. টন ধান ক্রয় করবে সরকার, কৃষকের নাম নিবন্ধন শুরু

বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ১২:১৭ পূর্বাহ্ণ

আখাউড়ায় ৭৪০ মে. টন ধান ক্রয় করবে সরকার, কৃষকের নাম নিবন্ধন শুরু

চলতি বোরো মৌসুমে সরকার আখাউড়ায় কৃষকের কাছ থেকে ৭৪০ মেট্রিক টন ধান ক্রয় করবে। একজন কৃষক এক মেট্রিক টন করে ধান বিক্রি করতে পারবেন। প্রতি মণ ধানের মূল্য ধরা হয়েছে ১০৪০ টাকা। গতকাল বুধবার থেকে কৃষকের নাম নিবন্ধন শুরু হচ্ছে।


উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম এসব তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার অফিসে এসে কৃষকরা নাম নিবন্ধন করবেন।


তিনি আরো জানান, নাম নিবন্ধনের এক্ষেত্রে যাদের কৃষি কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁরাই নাম নিবন্ধন করবেন। পরবর্তীতে লটারির মাধ্যমে বাছাই করে যাদের নাম উঠবে তাঁদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!