ব্রেকিং

x

আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

শনিবার, ১৭ মে ২০২৫ | ১১:৫৬ অপরাহ্ণ

আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোছা: লাকী আক্তার (৪৩) নামে এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়েছে। শনিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। রাতে গণমাধ্যমকে দেয়া আখাউড়া রেলওয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা পোনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানার এসআই সুব্রত বিশ্বানের নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি লাকী আক্তারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি লাকী আক্তার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) জানায়, আখাউড়া রেলওয়ে থানার দায়িত্বপূর্ণ এলাকায় ট্রেন ও স্টেশনে মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!