ব্রেকিং

x

আখাউড়ায় ২৫০ জন কৃষককে ধান কাটার কাস্তে দিয়ে সহায়তা করলেন উপজেলা যুবলীগ

শনিবার, ০২ মে ২০২০ | ৪:০০ অপরাহ্ণ

আখাউড়ায় ২৫০ জন কৃষককে ধান কাটার কাস্তে দিয়ে সহায়তা করলেন উপজেলা যুবলীগ

বোরো ধান কাটার জন্য সহযোগিতা হিসাবে আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আড়াইশ কাস্তে তুলে দিয়েছেন যুবলীগ। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কৃষক লীগের মাধ্যমে এসব কাস্তে রিতরণ করা হয়। পরে যুবলীগ নেতৃবৃন্দ উপজেলার গাজীর বাজারে এক কৃষকের ধান কেটে দিবেন বলে জানানো হয়।


এ সময় আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হালিম হেলাল, উপজেলা কৃষক লীগের সভাপতি মাসুকুর রহমান, সাধারণ সস্পাদক বাছির চৌধুরী প্রমুখ।


উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল জানান, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর (স্থানীয় সংসদ সদস্য)
নির্দেশে  যুবলীগ ও ছাত্রলীগ অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাদের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছে। ধান কাটতে সহযোগিতার অংশ হিসেবে আড়াইশ কাস্তে দেয়া হয়েছে। এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!