ব্রেকিং

x

আখাউড়ায় স্বাস্থ্যকর মাংশ সরবরাহ করতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | ১১:৩৫ পূর্বাহ্ণ

আখাউড়ায় স্বাস্থ্যকর মাংশ সরবরাহ করতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আখাউড়ায় স্বাস্থ্যকর মাংস সরবরাহ করতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামাল বাশার, উপজেলা ইউডিএফ কর্মকর্তা ইমরান আলী।


উপজেলা ইউডিএফ কর্মকর্তা ইমরান আলী জানান, স্বাস্থ্যকর মাংস সরবরাহে ৫০ জন মাংস ও পোল্ট্রী ব্যবসায়িদের দক্ষতা বৃদ্ধির জন্য আজ ৭ জুলাই থেকে আগামীকাল ৮ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালার বাস্তবায়ন করবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। সহায়তায় রয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!