ব্রেকিং

x

আখাউড়ায় স্বাস্থবিধি মেনে শিল্পকলা একাডেমির সভা, সদস্য আলীমের মৃত্যুতে শোক প্রকাশ

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ | ১০:৪০ অপরাহ্ণ

আখাউড়ায় স্বাস্থবিধি মেনে শিল্পকলা একাডেমির সভা, সদস্য আলীমের মৃত্যুতে শোক প্রকাশ

আখাউড়ায় স্বাস্থবিধি মেনে উপজেলা শিল্পকলা একাডেমির সভা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবসের অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহন নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় একাডেমির কার্যকরী সদস্য এড, আব্দুল আলীমের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। সভায় মরহুম আইনজীবী আব্দুল আলীমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা মো: সাইদুর রহমান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো: খোরশেদ আলম, একাডেমির সদস্য সাংবাদিক নুরুন্নবী ভুইয়া, বিশ্বজিৎ পাল বাবু, মো: সাইফুল ইসলাম, মোহাম্মদ শরীফ, জালাল হোসেন মামুন, শিক্ষক দ্বিলীপ চন্দ্র দেবনাথ, সাংবাদিক আশীষ সাহা প্রমুখ।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মো: খোরশেদ আলম জানায়, সরকা্রী সীদ্ধান্ত অনুযায়ী তিন বিভাগে বিভক্ত করে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আগামী ৯ই আগষ্ট সকাল ১০টায় স্বাস্থবিধি মেনে একাডেমিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগীতা। উপজেলার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী কবিতা আবৃত্তি, ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে বলেও তিনি জানান।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!