ব্রেকিং

x

আখাউড়ায় সহকারী রির্টানিং অফিসারের ভোট কেন্দ্র পরির্দশন

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ | ১০:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় সহকারী রির্টানিং অফিসারের ভোট কেন্দ্র পরির্দশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুস্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য আখাউড়া উপজেলায় সব ধরণের প্রস্তুতি চলছে। এই প্রস্তুতির অংশ হিসাবে আজ বৃহস্প্রতিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যের একটি টিম বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করেছেন। নিরাপদ ভোট গ্রহনের লক্ষে ভোট কেন্দ্রে নিরাপদ যোগযোগ ব্যবস্থাও ঘুরে দেখেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আখাউড়া উপজেলায় মোট ৪৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে আখাউড়া পৌরসভায় ১১টি, আখাউড়া দক্ষিন ইউনিয়নে ৪টি, আখাউড়া উত্তর ইউনিয়নে ৩টি, মোগড়া ইউনিয়নে ৮টি, মনিয়ন্দ ইউনিয়নে ৯টি ও ধরখার ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র রয়েছে।


এবার আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৯৮৬ জন এবং মহিলা ভোটার ৫১ হাজার ৯৫২ জন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!