ব্রেকিং

x

আখাউড়ায় শিক্ষকদের অবস্থান কর্মসূচী। ১৫টি স্কুলে পাঠদান বন্ধ

রবিবার, ১১ মার্চ ২০১৮ | ৪:১৬ অপরাহ্ণ

আখাউড়ায় শিক্ষকদের অবস্থান কর্মসূচী। ১৫টি স্কুলে পাঠদান বন্ধ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বৈশাখী ভাতা, ৫ শতাংশ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে আজ রোববার বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি আখাউড়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে। এতে আখাউড়ার সমস্ত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের পাঠদান বন্ধ ছিল। আগামীকালও পাঠদান বন্ধ থাকবে বলে কর্মসূচীতে ঘোষনা দেয়া হয়েছে।


বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি জানায়, সারাদেশের ন্যায় আজ রোববার শহরের সড়ক বাজার এ্যাড: সিরাজুল ইসলাম পৌর মুক্তমঞ্জে সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত  আখাউড়া উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ১৫০জন শিক্ষক-শিক্ষিকা অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেছে। এই কর্মসূচীর কারণে আজকে আখাউড়ার ১৫টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান বন্ধ রেখেছে শিক্ষকরা। আগামীকাল সোমবার জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচী থাকায় আগামীকালও সব বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান বন্ধ থাকবে বলেও শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছেন।


এদিকে আখাউড়া বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি আমোদাবাদ আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো: তারেক এর সভাপতিত্বে কর্মসূচী চলাকালীন এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইকবালসহ উপজেলার বিভিন্ন বেসরকারী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকরা  বক্তৃতা করেন। বক্তরা বলেছেন, দেশের বেসরকারী শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষনা দিতে হবে অন্যথায় তারা রাজপথ ছাড়বে না। শিক্ষকরা তাদের বক্তৃতায় আরো বলেছেন, শিক্ষকদের মানুষ গড়ার হাতিয়ার বলা হলেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

অবস্থান কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে ছিলেন, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শিক্ষক আজিজুল হক, শিক্ষক আব্দুর রাজ্জাক ভুইয়া, মনির হোসেন, পারভীন বেগম, হাসান মিয়া, কাজী স্বপ্না সিফাত, শিখা বনিক, শারমিন আক্তার লিজা, নাজমা বেগম  প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!