দেশ ব্যাপী তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করতে আখাউড়ায় যুবদলের প্রস্তুতি সভা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শামীম মোল্লা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ।
উপজেলা যুবদলের আহবায়ক মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি মো: হানিফ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো: বুলবুল আহমেদ মুসা, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুল হক জালাল। সভায় প্রধান অতিথি তারুণ্যের সমাবেশ সফল করতে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পৌর যুবদলের সদস্য সচিব মো: হুমায়ুন রহমান নয়নের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহসীন ভুইয়া, পৌর যুবদলের আহবায়ক মো: নুর আহমেদ ভুইয়াসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com