ব্রেকিং

x

দেশীয় সংস্কুতির বিভিন্ন দিক শোভা পায় মঙ্গল শোভাযাত্রায়।

আখাউড়ায় মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষ। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ

শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ২:১২ অপরাহ্ণ

আখাউড়ায় মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষ। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ

আজ শনিবার সকালে আখাউড়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা দিয়ে মাসব্যাপী বৈশাখ উদযাপন শুরু হয়েছে। উৎসবের শুরুতে নতুন বছরের মঙ্গলবার্তা নিয়ে উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। হাজারো মানুষের সমাগম ঘটেছে এবার মঙ্গল শোভা যাত্রায়। বাংলার চিরায়ত সাজে নববর্ষ বরণ করা হয়েছে আখাউড়ায়। মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহন আবারও প্রমান করে দিয়েছে মানুষ এখন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।


5


বিশাল ইলিশ মাছের ডেমো

মঙ্গল শোভাযাত্রায় বিশাল ইলিশ মাছের ডেমো, পালকী, পাখি, গরু, ঘোড়া, জেলে, কৃষক, নৌকা, মই, হাত পাখা, পুতুল, মুখোশ, মাটির কলসসহ দেশীয় সংস্কুতির বিভিন্ন দিক শোভা পায় এই মঙ্গল শোভাযাত্রায়।

4

পালকীতে নতুন বউ

শোভাযাত্রার শুরুতেই বিশাল একটি ইলিশ মাছের ডেমো ছিল, পরে পর্যাক্রমে মুক্তিযোদ্ধের যুদ্ধরত মহড়া, শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের কুলায় লেখা নববর্ষ ১৪২৫, শিক্ষার্থীদের হাতে হাতে মই, কুলা, হাত পাখাসহ নানান রঙের দেশীয় সংস্কৃতির দিক শোভা পায়, পরে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের লাল সবুজ শাড়ীতে নববর্ষ লেখা, উপজেলা প্রশাসন, মাটির কলসী হাতে লেডিসক্লাব, পৌরসভা, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, বিশাল দুইটি নৌকায় যুবলীগ,  প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, প্রত্যাশী অটিস্টিক স্কুল, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারী/বেসরকারী স্কুল, কলেজ, সাংবাদিক সমাজ, মাদ্রাসা, কামার কুমার সম্প্রদায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন করেছেন। আখাউড়া উপজেলা পরিষদ মাঠ থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে সমাপ্তী ঘটে।

8

বিশাল নৌকায় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল

এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র ও যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, সুপ্রিম কোর্টে আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া থানার ওসি (তদন্ত) আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক ফোরকান উদ্দিন খলিফা, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক শাহাদত হোসেন লিটন, এশিয়ান টিভির প্রতিনিধি ও আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক যায়যায় দিন পত্রিকার হান্নান খাদেম, যুগান্তরের প্রতিনিধি মহিউদ্দিন মিশু, সাংবাদিক রাকিবুল ইসলাম, সমীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, শিক্ষক দেবব্রত বনিক, দ্বিলীপ কুমার দেবনাথ, সাংবাদিক জহিরুল ইসলাম সাগর, জালাল হোসেন মামুন, বাদল আহাম্মদ খান, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সেকের মিয়া, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রমুখ।

9

লেডিসক্লাব

1

শিল্পকলা একাডেমির নতুন ছাত্র-ছাত্রীরা মঙ্গল শোভাযাত্রায়

7

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি

3

প্রত্যাশি অটিস্টিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!