ব্রেকিং

x

আখাউড়ায় ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান

মঙ্গলবার, ০৫ মে ২০২০ | ১১:৪১ পূর্বাহ্ণ

আখাউড়ায় ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠদান কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রলীগ। ওই কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের নেয়া ক্লাশ ফেসবুকে প্রচার করা হবে, যা থেকে শিক্ষার্থীরা শিক্ষা নিবে। গতকাল সোমবার বিকেল থেকে এই কার্যক্রম শুরু হয়।


মূল উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু বলেন, ‘সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।  ঘরে বসে যেন  শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করতে পারে সেই লক্ষ্যে এই ধরণের উদ্যোগ নেয়া হয়েছে|


তিনি জানান, ভালো শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদেরকে দিয়ে প্রতিদিন ক্লাশ পরিচালনা করা হবে। একেকটি ক্লাশ প্রায় এক ঘন্টার হবে। সাফায়েত রবিন ভূইয়া, প্রকোশলী মোহাম্মদ আসাদুজ্জামান, কবির জমদ্দার, নাজিম উদ্দিন, আশিকুজ্জামান ভূইয়া অনি, নাহিদ হাসান, ফেরদোসী জান্নাত স্বর্ণা, নাইমুর রহমান, নাজমুল আলম, রবিউল আলম, আমির হোসেনসহ আরো অনেকে ক্লাশ নিবেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!