ব্রেকিং

x

আখাউড়ায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব

শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ | ১১:৪৯ অপরাহ্ণ

আখাউড়ায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার রাত ১০টায় আখাউড়া উপজেলার বড় বাজার তিতাসনদীর ঘাটে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। দেবী দুর্গাকে বিদায় জানাতে বিসর্জন ঘাটে ভিড় করেন সনাতন সম্প্রদায়ের হাজার ভক্ত অনুরাগীরা।


মহাদশমীতে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যে দিয়ে আজ শেষ হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গার বিদায় উপলক্ষে সকাল থেকে বিদায়ের সুর বেজে উঠে আখাউড়ার ২১টি পূজা মন্ডপে। রাত সাড়ে ৯টা থেকেই বিসর্জন ঘাটে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ঢাক-ঢোল বাজিয়ে প্রতিমা নিয়ে আসতে থাকেন পূজারী ও ভক্তরা। একে একে শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। শঙ্খ উলুধ্বনির পাশাপাশি বাদ্য ঘণ্টা বাজিয়ে একের পর এক প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়।


প্রতিমা বিসর্জন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, পল্লী বিদ্যুতের ডিজিএম আহমেদ শাহ আল জাবের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পুজা উদযাপন কমিটির সভাপতি হীরা লাল সাহা, সাধারন সম্পাদক অলক চক্রবর্তী প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!