ব্রেকিং

x

আখাউড়ায় পচাবাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | ৫:২৮ অপরাহ্ণ

আখাউড়ায় পচাবাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা বাসি খাবার বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতে তিন খাবার হোটেল ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ফয়সল উদ্দিন।


উপজেলা প্রশাসন জানায়, আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ভ্রাম্যমান আদালত ১৮ হাজার টাকা জরিমানা করে।



নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেল গুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!