ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিরণ মিয়া (৪৩) ও মজিবর মিয়া (৪৫) নামে দুইজন টিকিট কালোবাজারী গ্রেপ্তার হয়েছে। সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কালো বাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় ১৫টি টিকিটসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য প্রকাশ করেছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা পোনে ৭টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় ১৫টি ট্রেনের টিকিটসহ টিকিট কালোবাজারী হিরন ও মজিবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কালো বাজারে টিকিট বিক্রি করছিল।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়া রেলস্টেশনে কালোবাজারে কেউ টিকিট বিক্রি করতে পারবে না। কেউ করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com