ব্রেকিং

x

আখাউড়ায় খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | ২:০০ অপরাহ্ণ

আখাউড়ায় খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে

আখাউড়ায় খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্প্রতিবার চাল বিক্রির শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।



আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে চাল বিক্রি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।

খাদ্য গুদাম কর্মকর্তা জানায়, আখাউড়া পৌরসভায় ১ হাজার ৮০০ নিম্নআয়ের মানুষের মধ্যে খোলাবাজারের চাল বিক্রয় করা হবে। ১০ কেজি মূল্যে প্রত্যেকে প্রতি মাসে ২০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। ৩ জন ডিলারের মাধ্যমে এই চাল সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো জানান, আখাউড়া পৌরসভার শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠ, লাল বাজার, রাধানগর প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে সরকারী স্কুল মাঠে খোলাবাজারে চাল বিক্রয় চলছে। জনপ্রতিনিধিদের দেয়া নামের তালিকা অনুযায়ী চলছে চাল বিক্রি কার্যক্রম।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!