ব্রেকিং

x

আখাউড়ায় এতিম ও প্রতিবন্ধীদের মধ্যে ইলিশ মাছ বিতরণ

সোমবার, ০৭ অক্টোবর ২০১৯ | ৬:৫৯ অপরাহ্ণ

akhauranews.com

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার উমেদপুর সীমান্ত এলাকা থেকে এই মাছ আটক করা হয়।


এদিকে জব্দকৃত ইলিশ মাছ আজ সোমবার দুপুরে এতিম, প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মধ্যে বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে এই মাছ বিতরণ করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও উপজেলার ৪টি এতিম খানার অসহায় এতিম শিশুদের খাবারের জন্য এই মাছগুলো দেয়া হয়।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, রেজাউল করিম, আখাউড়া থানার সহকারী পরির্দশক দেলোয়ার হোসেন প্রমুখ।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, ইচ্ছে করলেও এতিম প্রতিবন্ধীরা ইলিশ মাছ খাওয়ার সুযোগ পায় না। তারা যাতে ইলিশ মাছ খেতে পারে সেই জন্য জব্দকৃত মাছ তাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!