ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এক মাদক ব্যবসায়ির বাড়ি থেকে সিসি ক্যামেরা অপসারণ করা হয়েছে। সীমান্তে অভিযান পরিচালনায় প্রতিবন্ধীকতার অভিযোগে আজ রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন ক্যামেরাগুলো খুলে আনেন।
ফয়সাল উদ্দিন জানান, সেনারবাদী গ্রামের কালু মিয়ার বাড়ির বাইরে তিনটি সিসি ক্যামেরা লাগানো ছিলো। এসব ক্যামেরার কারণে অভিযান চালাতে সমস্যা হচ্ছিলো বিজিবির। বিষয়টি তারা মৌখিকভাবে অবহিত করে। এরপরই খোলে ফেলার উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরো জানান, এই বাড়িতে মাদক ব্যবসা হতো কিনা সেটি নিশ্চিত করে বলতে পারছি না। তবে বাড়ির এক ছেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা হয়েছিলো।’
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্ত এলাকার এই বাড়িটিতে মাদকের ব্যবসা হতো বলে অভিযোগ উঠে। মূলত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বাড়ির ভিতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানো হয়। এতে অভিযান চালানোর আগেই বাড়ির লোকজন টের পেয়ে যেতেন। মাদক মামলায় শাহাদত হোসেন (২৪) নামে এই বাড়ির এক ছেলে জেলহাজতে আছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com