ব্রেকিং

x

আখাউড়ায় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে খুশি হয়েছে পথশিশুরা

শুক্রবার, ৩১ মে ২০১৯ | ২:০৪ অপরাহ্ণ

আখাউড়ায় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে খুশি হয়েছে পথশিশুরা

ঈদের নতুন পোশাক হাতে পেয়ে খুশি সুবিধাবঞ্চিত পথশিশুরা। আজ শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’ সুবিধা বঞ্চিত ১০০ শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামি, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন , আখাউড়া যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও হাসিমুখের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আব্দুরর রহমান।


এ সময় সুবিধাবঞ্চিত সব শিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সজ্ঞালনার করেন এইচ, এম, মুতাসিম সীমান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র তাকজিল খলিফা কাজল হাসিমুখের এই মানবিক কাজের প্রশংসা করে হাসিমুখের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আকাশ বাসফোর বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে হাসিমুখ। প্রত্যেক বছরের ন্যায় এবারও হাসিমুখের উদ্দ্যোগে ১০০ শিশুর ঈদবস্ত্র বিতরণ করেছি আমরা। উক্ত অনুষ্ঠানটি আমাদের কাছে ঈদের আগে আরেকটি ঈদ আনন্দ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘হাসিমুখ’-এর সভাপতি জাবেদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, নারীবিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাদরিন, হাবিবা আয়ন, আইরিন আক্তার সহ প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!