ব্রেকিং

x

আখাউড়ায় আইসোলেশন ও লকডাউনকৃত পরিবারে প্রশাসনের বিভিন্ন খাদ্য সহায়তা

শুক্রবার, ০৫ জুন ২০২০ | ১:০৬ অপরাহ্ণ

আখাউড়ায় আইসোলেশন ও লকডাউনকৃত পরিবারে প্রশাসনের বিভিন্ন খাদ্য সহায়তা

আখাউড়ায় হোম আইসোলেশন ও লকডাউনকৃত সমস্ত পরিবারে উপজেলা প্রশাসন সব ধরণের খাদ্য সহায়তাসহ বিভিন্ন পন্য সামগ্রী সরবরাহ করেছে। আজ শুক্রবার সকালে পর্যায়ক্রমে সকল পরিবারে তা পৌছে দেয়া হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে।


উপজেলা প্রশাসন জানায়, আখাউড়া রাজাপুর ও নারায়নপুর এলাকায় করোনা আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছে। নারায়নপুর আক্রান্ত রোগীর পরিবারকে সকালে উপজেলা প্রশাসন থেকে একটি চা তৈরীর কেটলি, সার্জিক্যাল মাস্ক, মালটা, কলা, ডিম, দুধ, চা পাতা, কালিজিরাসহ বিভিন্ন পন্য সামগ্রী দেয়া হয়েছে। রাজপুর করোনা আক্রান্ত পরিবারে দেয়া হয়েছে ২০ কেজি চাল, মশরির ডাল, সোয়াবিন তেল, পিয়াজ, রসুন, আদা, আলু, সাবান, হুইল পাউডার, ডিম, দুধসহ বিভিন্ন পন্য সামগ্রী।


আরও পড়ুন: আইনমন্ত্রীর করোনা আক্রান্তের গুজব, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লকডাউকৃত ৭টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চালসহ পিয়াজ, সোয়াবিন তেল, আলু, ডাল, সাবান ইত্যাদি পন্য সামগ্রী দেয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, হোম আইসোলেশনে থাকা দুই পরিবার ও লকডাউনকৃত সব পরিবারের পাশে রয়েছে উপজেলা প্রশাসন। তাদের ভালো মন্দের সব খোজখবর নিয়মিত রাখছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা

আরও পড়ুন: আখাউড়ায় করোনা আইন অমান্য করায় কিন্ডারগার্টেন স্কুল ও দুই শিক্ষককে জরিমানা

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!