ব্রাহ্মণবড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, নার্স ও চিকিৎসকদের ইফতার দিলেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। আজ শনিবার বিকাল সোয়া ৫টার দিকে তার পক্ষ হয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সবার হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কসবা-আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়ার ব্যবস্থাপনায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীসহ কতর্ব্যরত সকলের মধ্যে ইফতার সামগ্রী দেয়া হয় বলে উপস্থিত নেতৃবৃন্দরা জানিয়েছেন।
ইফতার দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, ডা: লুৎফুর রহমান, স্থানীয় সমাজ সেবক মো: আলমগীর খান, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ ভুইয়া, পৌরসভা যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভুইয়া, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম সানি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শওকত ওসমান মোল্লা, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রামিম খান, সদস্য সচিব জিকু,যুগ্ম সাধারন সম্পাদক শাহীন খান, যুবদল নেতা মনিরুল ইসলাম প্রকাশ, আবু সাইম, সাবেক ছাত্রদল নেতা মালেক মিয়া প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com