ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী পারাপার বন্ধ

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২:৫২ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী পারাপার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত। আজ বুধবার সকাল ১১টায় সার্ভার ডাউন দেখিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী পারপার বন্ধ করেছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন ইনর্চাজ খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।


আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আজ বুধবার সকালের দিকে প্রায় ৫০ জন যাত্রী আটকা পড়ে। সকাল ১১টা ৫ মিনিটে ভারতের ত্রিপুরা প্রদেশের আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে তাদের সার্ভার ডাউন হয়ে গেছে। যাত্রী পারাপার সম্ভব নয়। এতে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী পারাপার বন্ধ হয়ে পড়েছে।
এদিকে হঠাৎ করে যাত্রী পারাপার বন্ধ থাকায় আখাউড়া স্থলবন্দরে অপেক্ষারত যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেক রোগীও আটকা পড়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!