ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লেবার সর্দার রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৪০ বছর আখাউড়া জংশন স্টেশনের লেবার সর্দার হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রেলওয়ে জংশন স্টেশনের লেবার কক্ষ থেকে অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নূর নবী এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, রফিকুল ইসলাম টানা ৪০ বছর যাবত আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শ্রমিক সর্দার (লেবার সর্দার) হিসাবে কর্মরত ছিলেন। মৃত রফিক মিয়া চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে।
আখাউড়া স্টেশনের শ্রমিক মুনসুর মিয়া জানান, সর্দার রফিক মিয়া রাতে সেহরী খাওয়ার পর ফজরের নামাজ শেষে স্টেশনের লেবার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকাল ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে থাকেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com