ব্রেকিং

x

আখাউড়া মোগড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসকের অভিযান

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৯:১৯ অপরাহ্ণ

আখাউড়া মোগড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসকের অভিযান

আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মোগড়া বাজারের ফুটপাত দখলমুক্ত করতে মোগড়া ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক ডা: এ এইচ মামুন অভিযান পরিচালনা করেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টায় বাজার ঘুরে ব্যবসায়িদের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কেউ এই নির্দেশ অমান্য করলে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করবে এবং অবৈধ দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি সকল ব্যবসায়িকে জানিয়ে দেন। এসময় মোগড়া ইউপি সদস্যরাসহ বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


অভিযানের সময় প্রশাসক ডা: এ এইচ মামুন বলেন, সাধারন মানুষ যাতে পায়ে হেটে চলাচল করতে পারেন এ জন্য ফুটপাত তৈরী করা হয়েছে কিন্তু এটি দখল করে বাজার বসানো হয়। বাজারে মাছ, মাংশ ও সবজি বিক্রির নির্ধারিত স্থান থাকা সত্যেও ব্যবসায়িরা ফুটপাতে বসে এসব বিক্রি করছে। আজকে সকল ব্যবসায়িকে নির্দেশ দেয়া হয়েছে ফুটপাত থেকে মালামাল সরিয়ে নিতে। কেউ এই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!