ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের ইফতার মাহফিলে সকল রোজাদার অতিথিদের মধ্যে টুপি তাসবিহ ও মেসওয়াক উপহার দেয়া হয়েছে। আজ সোমবার বিকালে পৌরসভার ভোজনবাড়ী রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন।
আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, সাধারন সম্পাদাক আক্তার খান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোরশেদ আলম, হেফাজত ইসলামের যুগ্ম সাধারন সম্পাদক মো: বেলাল হোসেন, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এ এইচ মামুন, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, মহিউদ্দিন মিশু, মুহাম্মদ রাকিবুল ইসলাম, কাজী মফিকুল ইসলাম সুহিন, মাসুক হৃদয়, আখাউড়া টেলিভিশন জার্নালিস্টে এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জালাল হোসেন মামুন সাংবাদিক, আনিসুর রহমান ও রুবেলসহ উপজেলার সর্বস্তরের সাংবাদিক, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী কর্মকর্তাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে আরো ছিলেন ময়নাল হক ভুইয়া, আশিষ সাহা, মোশারফ হোসেন, ইসমাঈল হোসেন, সাগর, জুনাইদ, আল আমিন, মো: রাসেল মিয়া, প্রমুখ।
ইফতার মাহফিল শুরু আগে উপস্থিত সকল রোজাদার অতিথিদের মধ্যে একটি টুপি, একটি তাসবিহ ও একটি মেসওয়াক উপহার দেন সাংবাদিকরা। ইফতার মাহফিলে ব্যতিক্রম উপহার পেয়ে অতিথিরা সাংবাদিকদের প্রশংসা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com