ব্রেকিং

x

আখাউড়া পৌরসভার মেয়র কাজলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু, স্ত্রীর সম্পদের তথ্যও চেয়েছে দুদক

বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪১ অপরাহ্ণ

আখাউড়া পৌরসভার মেয়র কাজলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু, স্ত্রীর সম্পদের তথ্যও চেয়েছে দুদক
মেয়র কাজল ও তার স্ত্রী তানিয়া আক্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নামে ও তার স্ত্রী তানিয়া আক্তারের নামীয় সম্পত্তির তথ্য চেয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। মঙ্গলবার আখাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রার সাইমন ইমতিয়াজ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।


আখাউড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রাফী মো: নাজমুস সাদাৎ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে এই চিঠি দেয়া হয়েছে। চিঠিতে কাজল ও তার স্ত্রী তানিয়া আক্তারের নামে আওয়ামীলীগ সরকার আমলে ১৬ বছরে যেসব জমি, দোকান, প্লট ক্রয় হয়েছে তার তথ্য ও দলিলাদির বিবরন দিতে সাব-রেজিস্ট্রি অফিসকে বলা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!