ব্রেকিং

x

আখাউড়া পৌরসভায় ১৬ বছর পর জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান ও লিফলেট বিতরণ

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ৬:৫৯ অপরাহ্ণ

আখাউড়া পৌরসভায় ১৬ বছর পর জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান ও লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান হয়েছে। ১৬ বছর পর আজ শুক্রবার সকাল থেকে পৌরসভার সড়ক বাজারে এই দাওয়াতি কার্যক্রম ও লিফলেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। এই কার্যক্রম সফল করতে সকালে সড়ক বাজার জামে মসজিদের সামনে দুইটি বুথ বসিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা দাওয়াতি কার্যক্রম শুরু করে। একজন মাইক হাতে অন্যরা সবার মধ্যে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জামায়াতে যোগদান করার আহবান জানান। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাজারের ব্যবসায়ি ও পথচারীদের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনে যোগদানের আহবান জানানো হয় এই লিফলেটে।



উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলাসীর সেক্রেটারী আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোরশেদ আলম ও জামায়াত নেতা আব্দুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।


আখাউড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারী বোরহান উদ্দিন খান জানায়, ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন ও বাধার কারণে জামায়াতের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যায়নি। তবে গোপনে ও কৌশলে তাদের সাংগঠনিক কার্যক্রম অব্যহত ছিল। তিনি আরো জানান, এবার সহযোগী সদস্য সংগ্রহনের কার্যক্রম চলছে অত্যন্ত উৎসাহ উদ্দীপনায়। এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!