ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় অসহনীয় যানজটে চরম ভোগান্তির মধ্যে পড়েছে পৌরবাসী। পবিত্র রমজান মাসে আরো তীব্র আকার ধারণ করেছে। ফুটপাত, রাস্তায় বিদ্যুতের খুটি, অস্থায়ী দোকানপাট ও যত্রতত্র গাড়ি পাকিংসহ মাত্রাতিরিক্ত রিক্সা জটলায় এই পরিস্থিতির সৃষ্টি করেছে। আজ বুধবার দুপুরে পৌরসভার সড়ক বাজারে এই চিত্র চোখে পড়েছে
সরেজমিন ঘুরে দেখা গেছে আখাউড়া পৌরসভার গুরুত্বপুর্ন এলাকার সড়ক বাজার, লাল বাজার রাস্তা ও খড়মপুর সড়কের মোড়ে অসহনীয় যানজট। তখন পৌরসভার মসজিদ পাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সড়ক বাজারের যানজটের কারণে সকাল থেকে রাত পর্যন্ত শহরের রাস্তায় পায়ে-হেঁটে চলাই কঠিন হয়ে পড়েছে। তিনি আরো জানান, পৌরসভার রাস্তা প্রশস্তকরণের আগে বৈদ্যুতিক খুঁটি সরায়নি কর্তৃপক্ষ, রাস্তার ভিতরে খুঁটি দাড়িয়ে আছে। এছাড়া ফুটপাতের অস্থায়ী দোকান, ভ্যান গাড়িতে দোকান, রাস্তার যত্রতত্র রিক্সা ও বাইক পার্কিংসহ মাত্রাতিরিক্ত রিক্সার চলাচলের কারণে এমন তীব্র যানজটের সৃষ্টি হয় বলেও তিনি জানান। এসময় মুর্শিদ আলম, ইয়াকুব মিয়া, জালাল হোসেন, লাকী আক্তার ও পারভীন বেগম নামে কয়েকজন পথচারীও একই কথা বলেছেন।
মাদ্রাসা শিক্ষক রাকিবুল ইসলামসহ আরো কয়েকজন দায়িত্বশীল নাগরিক জানান, তীব্র যানজটের কারণে শিশু কিশোর ও বয়স্কদের নিয়ে সড়ক পারাপার হতেও দায়িত্বশীলরা রীতিমত হিমশিম খাচ্ছেন। ছাত্র ছাত্রী ও রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। যত্রতত্র রিক্সা দাড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানোর কারণে সড়কের প্রতিটি মোড়েই এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে বলেও তিনি জানান।
সচেতন কয়েকজন জানান, সড়ক বাজারসহ প্রতিটি সড়কের প্রবেশ পথে অবৈধ স্ট্যান্ড বসানো হয়েছে, ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকানীরা রমরমা ব্যবসা করছে। রাস্তা দখল করে ভ্যানগাড়িতে দোকানদারী করা হচ্ছে। কেউ নিয়মকানুন মানছে না। যে যার মতো রাস্তায় অচলাবস্থা সৃষ্টি করছে। এই যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও তারা ধারণা করছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি করার দাবী জানান তারা।
ব্যবসায়ি মালু মিয়াসহ কয়েকজন জানান, পৌর শহরের রাস্তায় ব্যাটারি চালিত রিকশা অতিরিক্ত থাকায় আরো বাড়ছে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এগুলো নিয়ন্ত্রণ করা এখন খুবই জরুরি। পরিমাণ আরও বেড়ে গেলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এসব অবৈধ রিক্সার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবী জানানা তারা। তারা আরো জানান, আখাউড়া পৌরসভার সড়ক বাজার রাস্তার যেদিকেই তাকাই শুধু রিকশা আর বাইক চোখে পড়ে, এতো রিকশা চলাচল করলে তো যানজট থাকবেই। কয়েক বছর আগে তো শহরে এতো রিকশা ছিলো না, তখন যানজটও ছিল না। পৌরসভা কর্তৃপক্ষ রিক্সা অনুমোদনের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া জরুরী বলে তারা জানান।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি জানান, উপজেলা প্রশাসন নিয়মিত পৌর শহরে বাজার মনিটরিংসহ যানজট নিরসনে কাজ করছে। সড়ক বাজারে একজন ট্রাফিক পুলিশ দেয়া আছে। তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে, কিছুদিনের মধ্যেই যানজট নিয়ন্ত্রণে চলে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com