ব্রেকিং

x

আখাউড়া পৌরশহরে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান মালামাল না সরালে আইনী ব্যবস্থা

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

আখাউড়া পৌরশহরে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান মালামাল না সরালে আইনী ব্যবস্থা

আখাউড়া পৌরশহরের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকান ও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সজিব মিয়া। তিনি বলেন, কেউ এই নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আজ বুধবার দুপুরে আখাউড়া পৌরসভার সড়ক বাজার ঘুরে দেখার সময় তিনি দোকান মালিকদের এই নির্দেশনা দেন।


আজ পুলিশের সহযোগীতায় প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সড়ক বাজারের কিছু এলাকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হয় তবে কাউকে জরিমানা করা হয়নি। তবে নির্দেশ অমান্য করলে পরবর্তীতে সব অবৈধ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া জানিয়েছেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!