ব্রেকিং

x

আখাউড়া খড়মপুর মাজারে ভাসমান দরিদ্র মানুষের মধ্যে ইফতার দিলেন কবির আহমেদ ভুইয়া

শনিবার, ২২ মার্চ ২০২৫ | ৮:৪৪ অপরাহ্ণ

আখাউড়া খড়মপুর মাজারে ভাসমান দরিদ্র মানুষের মধ্যে ইফতার দিলেন কবির আহমেদ ভুইয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর মাজারের ভাসমান দরিদ্র মানুষের মধ্যে ইফতার দিলেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। আজ শনিবার বিকালে কবির আহমেদ ভুইয়ার পক্ষে গরিব ভাসমান ৪০০ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।



ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারন সম্পাদল মো. আক্তার খান, পৌর যুবদলের আহ্বায়ক নুর আহমেদ ভুঁইয়া জাবেদ, সদস্য সচিব মোঃ হুমায়ূন রহমান নয়ন, আখাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানী, আখাউড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:রামিন খান, সদস্য সচিব মো: জিকু খান, আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: কামরুল হাসান, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।


উপস্থিত বিএনপির নেতৃবৃন্দরা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কসবা-আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়া উপজেলার হাসপাতালসহ বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার আখাউড়া খড়মপুর কেল্লা শাহ (র:) এর মাজারে ৪০০ জন গরিব অসহায় ভাসমান, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!