ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর হযরত শাহ পীর কল্লা শহীদ (র:) মাজারে মহিলা ইবাদত খানা উদ্বোধন হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এই ইবাদত খানা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন খড়মপুর মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সদস্য ইয়াছিন খাদেম, রুস্তম খাদেম, মোজাম্মেল খাদেম, মোকারিম মোল্লা, ইয়াকুব খাদেম ও সাবেক সদস্য শহিদ খাদেম প্রমুখ।
মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জানান, হযরত শাহ পীর কল্লা শহীদ (র:) এর মাজারে মহিলাদের ইবাদত খানা ছিলনা। তাই ইবাদত খানা নির্মান করা হয়েছে। এখানে মহিলারা নামাজ ও কোরআন তেলাওয়াত করতে পারবেন বলেও তিনি জানান।
ইবাদত খানা উদ্বোধন শেষে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহিকে বদলি জনিতা বিদায় সংবর্ধনা দিয়েছে মাজার পরিচালনা কমিটি। মাজার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্যরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com