ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় চার হাজার অসহায় দরিদ্র মানুষকে ঈদ উপহার হিসাবে শাড়ী, লুঙ্গী ও থ্রি-পিস দিলেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। এই কাপড় স্থানীয় গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য শুক্রবার বিকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার হিসাবে এই কাপড় দেয়া হচ্ছে। কসবা ও আখাউড়া উপজেলার চার হাজার গরিব ছিন্নমুল মানুষ ঈদ উপহার হিসাবে শাড়ী, লুঙ্গি ও থ্রি-পিস পাচ্ছে। দলের নেতাকর্মীদের মাধ্যমে তা বিতরণ হচ্ছে বলেও তিনি জানান।
কবির আহমেদ ভুইয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল থেকে এইসব কাপড় নেতাকর্মীদের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু ,সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com