ব্রেকিং

x

আখাউড়া-কসবায় বিএনপির ২৪ জন নেতাকর্মীকে বহিস্কার ও শোকজ

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২:২২ অপরাহ্ণ

আখাউড়া-কসবায় বিএনপির ২৪ জন নেতাকর্মীকে বহিস্কার ও শোকজ

গত এক সপ্তাহে কসবা ও আখাউড়া উপজেলায়  ২৪ জন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকে বহিস্কার ও  শোকজ করা হয়েছে। এর মধ্যে ৮জনকে বহিস্কার করা হয়েছে এবং শোকজ করা হয়েছে ১৬ জন নেতাকে। জেলা ও উপজেলা বিএনপি গত ২২-২৭ সেপ্টেম্বর পৃথক পৃথক সংবাদ বিবৃতিতে এইসব তথ্য জানান।


সর্বশেষ গত শুক্রবার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫ নেতাকে শোকজ করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে শোকজ করা হয়। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে উত্তর দিতে বলা হয়। কসবা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ খান ,সাধারণ সম্পাদক শরীফুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুল হক ভূইয়া ও সদস্য সচিব জিয়াউল হুদা স্বাক্ষরিত পৃথকভাবে তাদেরকে শোকজের নোটিশ পাঠায়। কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন বিএনপির সদস্য সানু মিয়া, কায়েমপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ও বর্তমান আহবায়ক প্রার্থী খাজা আহমেদ, বায়েক ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু ইউসুফ, যুগ্ম আহবায়ক মোঃ খুরশেদ আলম (মাইক) ও খোরশেদ আলমকে শোকজ করা হয়েছে।


এক সপ্তাহ আগে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ১১ জনকে শোকজ করা হয়। কসবা উপজেলা বিএনপির বর্তমান সদস্য এবং সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মেহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মোহাম্মদ আলমগীর, বায়েক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, ছিদ্দিকুর রহমান ও সদস্য নাদিরুজ্জামান ভূইয়া, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন এবং আখাউড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ ভূইয়াকে বহিস্কার করা হয়। শোকজ করা হয় কসবা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফুল মিয়া, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, রাজু আহমেদ, মোঃ অপু আলম, শিমুল মিয়া, এন আপেল, মো. হাফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, কসবা টি.আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সজিব শ্রাবণ। মোহাম্মদ ইলিয়াস উপজেলা বিএনপি ও পশ্চিম ইউনিয়ন বিএনপির বর্তমান সদস্য। তাকে দুই পদ থেকেই বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতারাসহ জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের শোকজসহ বহিস্কারাদেশকে অবৈধ ও অসাংগঠনিক দাবী করে বলেছেন গত ২১ সেপ্টেম্বর কসবা ও আখাউড়ায় সাবেক এমপি মুশফিকুর রহমানের সভায় যারা অংশগ্রহন করেছে তাদেরকে বহিস্কার ও শোকজ করা হয়েছে। এটা কোনোভাবেই দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ নয়।

মুশফিকুর রহমানের অনুষ্ঠানে যাওয়ায় বহিস্কার ও শোকজ হয়েছে এমন অভিযোগ সত্য নয় বলে দাবী করে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক বলেন, তাদের বিরুদ্ধে সম্পত্তি, জায়গা ও দোকান দখলসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের আঁতাত রয়েছে। আন্দোলন-সংগ্রাম ও দলীয় সভা-মিছিলে তারা ছিলেন না। তাই শোকজ করা হয়েছে। শোকজের জবাব দিতে না পারলে তারাও বহিস্কার হবেন। আমরা চায়না দলের সক্রিয় কর্মীকে বাদ দিতে।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ৮ জন নেতা-কর্মীকে বহিষ্কার ও ১৬ জন নেতা-কর্মীকে শোকজ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!