দীর্ঘ ১৭ বছর পর আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন হবে আগামী ২৭ নভেম্বর। এই সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুক্রবার আখাউড়া পৌরসভায় এই সম্মেলনকে সফল করতে মিছিল ও প্রস্তুতি সভা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভার কলেজপাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে সম্মেলন প্রস্তুতি সভা হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুতি সভায় বিপুল সংখ্যক বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ সেলিম ভূইয়া, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আক্তার খান, বিএনপি নেতা পৌর কাউন্সিলর বাহার মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন সদস্য, সচিব মোঃ মহসীন ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হাসান খান সানী, উপজেলা ছাত্রদলের সাবেক, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহাম্মদ ভুইয়া, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন প্রমুখ। দীর্ঘদিন পর উপজেলা বিএনপির সম্মেলন ঘোষনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বক্তারা সম্মেলনকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরেন। এদিকে সম্মেলনকে সফল করতে শুক্রবার পৌর শহরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে।
উপজেলা বিএনপির আহবায়ক মো: জয়নাল আবেদীন আব্দু জানায়, টানা ১৭ বছর পর উপজেলা বিএনপির সম্মেলন হবে আগামী ২৭ নভেম্বর। ২০০৭ সালে সর্বশেষ উপজেলা বিএনপির প্রকাশ্যে সম্মেলন হয়। সম্মেলনে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন সভাপতি ও এনএম হাসান খান সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছিল। পরে সম্মেলন বিহীন সমঝোতার মধ্যে একটি কমিটি হলেও নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ছিলনা। ২০২১ সালে বিএনপির আহবায়ক কমিটি করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া জানান, সম্মেলনকে সফল করতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দলের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত থাকবেন সম্মেলনে। তিনি আরো জানান, শ্বৈরাচার শাসন আমলে মামলা হামলায় অনেক নেতাকর্মী ঘরে থাকতে পারেনি। ঝুকি নিয়ে কর্মসূচীতে অংশগ্রহন করেছে। দেশ শ্বৈরাচার মুক্ত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে। সম্মেলনে অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে তিনি ধারণা করছেন। সম্মেলনে কেন্দ্রীয় নেতাকর্মীরাও উপস্থিত থাকার কথা রয়েছে বলেও তিনি বলেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com