ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানসহ পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় থানা আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ জনসহ ৭ আসামীকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদকদ্রব্য ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিমের তত্ত্বাবধানে মাদক বিরোধী ও গ্রেফতারি পরোয়ানা অভিযান পরিচালনা করা হয়।
থানা সুত্রে জানা গেছে, এস আই মোঃ জহিরুল হক সঙ্গীয় এ এস আই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি মায়া প্রকাশ রাশিদা (৪৫) স্বামী-মৃত মজিবুর রহমান, সাং-টিএন্ডটি পশ্চিমপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর এবং আসমা বেগম (৩৫), স্বামী-মৃত সুলতান, সাং-মাছিহাতা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।
অপর অভিযানে এসআই মোঃ জহিরুল হকসহ একটি চৌকস টিম ভোরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর মধ্যপাড়া থেকে ৪ কেজি গাঁজা জব্দ করে। ঘটনার সময় পলাতক আসামী পুলিশের উপস্থিতি টেরপেয়ে ঘটনাস্থল হইতে মাদক নামক গাঁজা রেখে পালিয়ে যায়।
এছাড়াও আরেকটি অভিযানে জিআর-৪৬৫/১৮ এর সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন, সাং-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এবং জিআর-৫৪/১৯ (আখাউড়া) ১ বছর ৩ মাস সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া, পিতা-মোসলেম মিয়া, সাং-নয়াদিল উত্তর পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
সিআর-৩৫০/২৪ (আখাউড়া) এর ওয়ারেন্টভুক্ত আসামী আলিয়া, স্বামী-হোসেন মিয়া, সাং মসজিদ পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট ভুক্ত সিআর-৩০৭/২৪(দ্রুত বিচার), ধারা-দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা এর আসামী শিমুল ভূঁইয়া ও পলাশ ভূইয়া, উভয় পিতা-মৃত শাহজাহান ভূঁইয়া, সাং-মালদার পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com